কলকাতায় পথ চলা শুরু করল অ্যাসোসিয়েশন অব ল্যাবরেটরি মেডিসিন


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২ জুলাই '২৫):- রোগীদের দ্রুত ও নিখুঁত চিকিৎসা প্রদান তথা বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাথে যুক্ত চিকিৎসকদের এক ছাতার তলায় আনয়ন এবং আন্তঃবিভাগীয় মত বিনিময় ও নবীন চিকিৎসকদের প্রশিক্ষণ তথা উৎকর্ষ বিধানের লক্ষ্যে আজ থেকে কলকাতায় পথচলা শুরু করল 'দ্য অ্যাসোসিয়েশন অব ল্যাবরেটরি মেডিসিন' (The Association of Laboratory Medicine) সংক্ষেপে 'এ এল এম' (ALM)।

বলে রাখা ভালো, 'দ্য অ্যাসোসিয়েশন ফর ডায়াগোনস্টিক অ্যাণ্ড ল্যাবরেটরি মেডিসিন' সংক্ষেপে 'এ ডি এম এল' (ADML)-এর পথ অনুসরণ করেই কলকাতায় পথচলা শুরু করল 'এ এল এম'।

আজ 'প্রেস ক্লাব কলকাতা'-য় আহুত এক সাংবাদিক সম্মেলনে নিজেদের মতামত স্পষ্ট করতে গিয়ে ডাঃ সুশ্রুত সেন জানিয়েছেন, "চিকিৎসক সমাজকে একটা বড়ো শিক্ষা দিয়ে গেছে কোভিড। এরই ফলশ্রুতিতে কোভিড পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পাঁচটা বিভাগের বিশিষ্ট চিকিৎসকগণ এক ছাতার তলায় আসতে সম্মত হয়েছেন।"

সাংবাদিক সম্মেলনে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে ডাঃ শঙ্কর সেনগুপ্ত জানান, "ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখতে গেলে চিকিৎসা বিজ্ঞানের এই পাঁচটা বিভাগের এক ছাতার তলায় আসা নতুন কিছু নয়, দশ বছর আগেই 'এ আই এম এস' দিল্লীর চিকিৎসকগণ দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে এই পাঁচটা বিভাগকে এক ছাতার তলায় এনে বিশেষ সুফল পেয়েছেন।"

ভবিষ্যতে 'এ এল এম' থেকে সমাজের কী কী সুফল প্রাপ্তি হতে পারে সেই বিষয়ে আলোকপাত করে বলা হয়েছে, "কোনো চিকিৎসকই অন্য বিভাগ সম্পর্কে একশো শতাংশ অবহিত থাকেন না, 'এ এল এম'-এর সদস্য চিকিৎসকগণ এখানে অনেকাংশেই সফল হবে বলে আশা করা হচ্ছে।"
আলোচনাকে এগিয়ে নিতে গিয়ে আরো জানানো হয়েছে, "একজন প্যাথলজিস্ট যেমন বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগ সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞ নন, ঠিক তেমন অন্য বিভাগের চিকিৎসকগণও প্যাথলজি বা নিজেদের বিভাগের বাইরে অন্য বিভাগ সম্পর্কে একশো শতাংশ অবহিত নন। 'এ এল এম' আন্তঃবিভাগীয় আলোচনা ও শিক্ষা প্রদানের মাধ্যমে তাঁর সদস্যদের অনেক বেশি অভিজ্ঞতা প্রদান করতে পারবে। এর ফলে 'এ এল এম'-এর যেকোনো অভিজ্ঞ প্যাথলজিস্ট সদস্য গ্রামাঞ্চলে বসেও অনেকক্ষেত্রেই দ্রুত রোগ নির্ণয় করতে সফল হতে পারবেন বলে মনে করা হচ্ছে।"

Comments