চাকরি প্রার্থী নব্য ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিতে এগিয়ে এল প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২ এপ্রিল '২৩):- আসন্ন পিএসসি, (PSC) জেই (সিভিল) [JE(Civil)] সহ ইঞ্জিনিয়ারদের একাধিক পরীক্ষায় সাফল্যের সুবিধার্থে আজ চাকরী প্রত্যাশীদের কোলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটে অবস্থিত রাজ্য সরকারের সার্কিট হাউস (State Government Circuit House, HungerFoard Street)-এ বিনামূল্যে সরাসরি প্রশিক্ষণ তথা ছদ্ম পরীক্ষা (Offline Preparatory Coaching Class & Mock Test)-এর আয়োজন করল 'প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' (Progressive United Engineers Association)।


'পিইউইএ'-এর সাধারণ সম্পাদক দেবরাজ সিংহ রায় (Er. Devraj Singha Roy, General Secretary, PUEA) আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, "ইঞ্জিনিয়ারিং পাস করার পর যে সকল যুবক ও যুবতী চাকরির পরীক্ষায় সফল হওয়ার ইচ্ছা নিয়ে বিভিন্ন পরীক্ষায় বসতে চাইছেন, তাঁদের সুবিধার্থে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। 
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমাদের সংস্থার ছত্রছায়ায় এই ধরণের প্রশিক্ষণ শিবির চলছে।"


'পিইউইএ'-র কার্যালয় সম্পাদক অনির্বাণ চাকী (Er. Anirban Chaki, Office Secretary, PUEA) জানিয়েছেন, "আজ কোলকাতায় চাকরি প্রত্যাশী ইঞ্জিনিয়ারদের বিষয় সম্পর্কিত বিভিন্ন বিষয় বুঝিয়েছেন ও পরীক্ষা সম্পর্কে প্রস্তুত করেছেন রায়গঞ্জ পলিটেকনিক-এর লেকচারার ইঞ্জিনিয়ার স্পন্দন ঘোষ (Er. Spandan Ghosh, Lecturer, Raigunj Polytechnic)।

Comments