সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে রথযাত্রা সম্পন্ন করল বনমালিপুরের রথযাত্রা উদযাপন কমিটি


হীরক মুখোপাধ্যায়

বারাসাত (২৭ জুন '২৫):- রথযাত্রার পবিত্র তিথিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা-কে নিয়ে হর্ষোল্লাসের সাথে রথযাত্রা করতে চলেছে বনমালিপুরের গেঞ্জিমিল এলাকার 'রথযাত্রা উদযাপন কমিটি'।

'রথযাত্রা উদযাপন কমিটি'-র তরফ থেকে সভাপতি শঙ্কর গোস্বামী জানিয়েছেন, "এই বছর ৭ম বর্ষে পদার্পণ করল এখানকার রথযাত্রা।"

রথযাত্রার শুরুর প্রাক্কালে অনুষ্ঠানের অন্যতম সদস্য স্বপন মুখার্জি জানিয়েছেন, "বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় গেঞ্জিমিল লাগোয়া রামকৃষ্ণপুর নন্দনকানন অঞ্চল থেকে আজ রথ বেরিয়ে যশোহর রোড, জেলাশাসকের আবাস ঘুরে বনমালীপুর ক্যানসার সেন্টার ছুঁয়ে রথ আবার যাত্রাস্থলে ফিরে আসবে।"

রথযাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুমিত সাহা, ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি স্বপ্না বোস এবং ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সমীর কুণ্ডু সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

Comments