হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৯ মে '২৫):- হর্ষোল্লাসের সাথে 'রবীন্দ্র জয়ন্তী' পালন করল দমদম গোরাবাজারের 'অনামী ক্লাব'।
দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব ও উদ্যোগপতি কুন্তল শাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে '২০ তম রবীন্দ্র জয়ন্তী' উৎসব পালন করল 'অনামী ক্লাব'।
'অনামী ক্লাব'-র সম্পাদক সুরজিৎ দাস জানিয়েছেন, "স্থানীয় জনগণের প্রচেষ্টায় এলাকা ও বাইরের শিল্পীদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন।"
অনুষ্ঠানে রবীন্দ্র কাব্য পাঠ, রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য-র পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতের সুরে যন্ত্রসঙ্গীতও পরিবেশিত হয়েছে।
এলাকার কচিকাঁচাদের বিভিন্ন একক অনুষ্ঠানগুলোর পাশাপাশি বহিরাগত শিল্পীদের দলগত নৃত্যগুলোও উপস্থিত দর্শকবৃন্দের প্রশংসা কুড়তে সক্ষম হয়েছে।
Comments
Post a Comment