স্বনামধন্য ডিজাইনারদের তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে রাম্পে হাঁটলেন মডেলরা


হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৪ মে '২৫):- আজ অপরাহ্ণে 'ইনফিনিটি সৌল্স' (Infinity Souls) নিবেদিত 'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল (COTURE LIFESTYLE FASHION WEEK FALL SUMMER FESTIVAL)' হয়ে গেল কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউন এলাকার চিনারপার্কের 'ফ্যাশন টিভি' কার্যালয়ে।


অনুষ্ঠানে উপস্থিত থেকে 'লিফেস প্রোডাকশন'-এর প্রতিষ্ঠাতা নির্দেশক কৌস্তভ ধর চৌধুরী জানিয়েছেন, (Koustav Dhar Chowdhury,  Founder Director, Lifes Productions) "মোট ৯ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে মডেলরা রাম্পে ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছেন।"
অপরদিকে মডেল গ্রুমার মাধবিলতা মিত্র (Madhabilata Mitra, Model Groomer) জানিয়েছেন, নিতু শাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে "ডিজাইনারদের তৈরী গ্রীষ্মকালীন পোশাক পরে ১৮ থেকে ২৩ বছরের ১৫ জন মহিলা মডেল সহ ১ জন পুরুষ মডেল ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছন।"


Comments