হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৩১ মে '২৫):- এই মুহূর্তে যাঁরা লগ্নি ক্ষেত্রের সবকিছু (সোনা, ইক্যুইটি শেয়ার, ফিক্সড ডিপোজিট ইত্যাদি) সেভাবে জানেন না, তাঁদের ক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে একমাত্র ভরসা স্থল হতে পারে 'মিউচুয়াল ফাণ্ড', এমনটাই মনে করেন কলকাতার অন্যতম লগ্নি বিশেষজ্ঞ বরুণ সরকার।
আজ কলকাতায় 'অঞ্জলি ইনভেস্টস'-এর সৌজন্যে মিউচুয়াল ফাণ্ডের মাধ্যমে কীভাবে সম্পদ সৃষ্টি করা যায় সে বিষয়ে একটা সচেতনতা শিবির সম্পন্ন হল। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে তিনি এমন কথা বলেন।
অপরদিকে 'অঞ্জলি ইনভেস্টমেন্টস'-এর কর্ণধার সজল রায় জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতের মাত্র ৭ শতাংশ জনগণই মিউচুয়াল ফাণ্ডে লগ্নি করেছেন।"
তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বেসরকারী ব্যাঙ্ক, ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট্যান্ট করার থেকে বিভিন্ন বিত্তীয় সংস্থার মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে ভারতীয় জনগণের কাছে এমন বক্তব্যই উঠে এল সচেতনতা শিবির থেকে।
তবে বক্তব্যের শুরুতেই বরুণ সরকার জানিয়েছিলেন, "সেভিংস ব্যাঙ্কে কেউ টাকা জমালে আমানতকারীর কোনো ঝুঁকি থাকে না, তাই মুনাফা রূপে সুদটাও কম থাকে, অথচ দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখলে অধিকাংশ ক্ষেত্রেই আমানতকারী লাভবান হতে পারেন।"
আজ কলকাতায় 'অঞ্জলি ইনভেস্টস'-এর সৌজন্যে মিউচুয়াল ফাণ্ডের মাধ্যমে কীভাবে সম্পদ সৃষ্টি করা যায় সে বিষয়ে একটা সচেতনতা শিবির সম্পন্ন হল। সেখানেই নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে তিনি এমন কথা বলেন।
অপরদিকে 'অঞ্জলি ইনভেস্টমেন্টস'-এর কর্ণধার সজল রায় জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতের মাত্র ৭ শতাংশ জনগণই মিউচুয়াল ফাণ্ডে লগ্নি করেছেন।"
তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বেসরকারী ব্যাঙ্ক, ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট্যান্ট করার থেকে বিভিন্ন বিত্তীয় সংস্থার মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে ভারতীয় জনগণের কাছে এমন বক্তব্যই উঠে এল সচেতনতা শিবির থেকে।
তবে বক্তব্যের শুরুতেই বরুণ সরকার জানিয়েছিলেন, "সেভিংস ব্যাঙ্কে কেউ টাকা জমালে আমানতকারীর কোনো ঝুঁকি থাকে না, তাই মুনাফা রূপে সুদটাও কম থাকে, অথচ দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখলে অধিকাংশ ক্ষেত্রেই আমানতকারী লাভবান হতে পারেন।"
Comments
Post a Comment