মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অভাবনীয় সাফল্যকে জনসাধারণের সামনে তুলে ধরতে জনসমক্ষে এল নারায়ণা স্কুল


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৮ মে ' ২৫):- ২০২৪-'২৫ শিক্ষা বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভাবনীয় সাফল্যকে হাতিয়ার করে সংবাদমাধ্যমের সামনে এলো 'নারায়ণা স্কুল'।

বিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, 'সিবিএসই' পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ৫ শো'র ভেতর ৪৯৮ নম্বর পেয়েছে একজন ছাত্র ও একজন ছাত্রী। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫ শো'র মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছে অন্য দুইজন ছাত্রছাত্রী।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, "দশম শ্রেণীর ১৭ জন শিক্ষার্থী ৪৯৫ এর বেশি নম্বর এবং ১১১ জন শিক্ষার্থী ৪৯০ এর বেশি নম্বর পেয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।
অপরদিকে, দ্বাদশ শ্রেণির ১৮ জন শিক্ষার্থী ৯৫ শতাংশর বেশি নম্বর পেয়েছে এবং ১২০ জন শিক্ষার্থী ৯০ শতাংশর বেশি নম্বর পেয়েছে।"

Comments