সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ক্ষমতায়নের উদ্দেশ্যে কলকাতায় অনুষ্ঠান করল বেলঘরিয়া টাচ


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৭ মে '২৫):- গত ১১ মে 'মাতৃ দিবস'-এর শুভ সন্ধ্যায় সংস্কৃতি জগতের পরিচিত মুখদের উপস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য "মা : দ্য আনসাং হিরো" নামাঙ্কিত এক অনুষ্ঠান পরিচালনা করল বেসরকারী অলাভজনক সংস্থা 'বেলঘরিয়া টাচ'।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "আয়ের একটা অংশ স্থানীয় বৃদ্ধাশ্রমে দান করা হবে, যা অভাবী মায়েদের আনন্দ এবং সান্ত্বনা দেবে।"

Comments