ফ্যাশন জগত সম্পর্কিত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে ফ্যাশন টিভি


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১০ মে '২৫):- বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের কাছে ফ্যাশন সম্পর্কিত শিক্ষার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রূপে ইতিমধ্যে স্বীকৃতি আদায় করেছে ইবান ব্যানার্জি ও অনির্বান দত্ত-র মস্তিষ্ক প্রসূত 'ফ্যাশন টিভি' (Fashion TV)।


চিনার পার্ক-এর মতো স্থানে ১১ হাজার বর্গফুট বিশিষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার জন্য একদিকে যেমন রয়েছে ইন হাউস রাম্প, তেমনই রয়েছে শ্রেণীকক্ষ, সম্পূর্ণ সজ্জিত স্টুডিও, গ্রিনরুম এবং লাইব্রেরি সহ কম্পিউটার রুম।
প্রতিষ্ঠাতাদের দাবি, "এই প্রতিষ্ঠান শুধু নবাগত মডেলদের ক্ষেত্রেই নয় বরং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব তথা মিডিয়া কর্মীদের জন্যও সহায়ক হবে।"

স্বল্প কথায় এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পরিবেশন করতে গিয়ে সংস্থার কর্ণধারগণ জানিয়েছেন, "এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের শেষে ছাত্রছাত্রীরা একদিকে যেমন আন্তর্জাতিক স্তরের শংসাপত্র পাবে তেমনই পাবে একশো শতাংশ প্লেসমেন্টের আশ্বাস।

এখানকার পড়ুয়ারা স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য শিক্ষকদের তত্ত্বাবধানে যেমন বিষয়ভিত্তিক পঠনপাঠনের সুবিধা লাভ করতে পারবে, ঠিক সেভাবেই বহির্বিশ্বের বর্তমান ঘটনাপ্রবাহ সম্পর্কেও নির্দিষ্ট ধারণা লাভে ধন্য হবে।"

পারফর্মিং আর্টের জগতে আলোকবর্তিকা রূপে ইতিমধ্যে চিহ্নিত হয়ে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান একদিকে যেমন পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গণে উৎকৃষ্টের ছোঁয়া এনে দিয়েছে, তেমনই এই রাজ্যের শিক্ষার্থীদের কাছে উজ্জ্বল ভবিষ্যতের দিশাও দেখাচ্ছে।

Comments