পুরস্কার প্রদানের নামে এখন ইচ্ছাকৃতভাবে যোগ্য শিল্পীদের শ্বাসরোধ করা হচ্ছে : অতনু পাল


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১১ এপ্রিল '২৫):- "নবীন প্রজন্মের প্রতিভাধর আলোকচিত্রীদের তুলে ধরার উদ্দেশ্যে কলকাতার 'গ্যালারি গোল্ড' আয়োজিত 'আইকনিক' (Iconic)-এর 'ফটোগ্রাফি এক্জিবিশন' (Photography Exhibition)-এ যাতে প্রকৃত মেধাবী আলোকচিত্রীরা চিহ্নিত হতে পারেন সেটা সবার আগে সুনিশ্চিত করা প্রয়োজন," বলে নিজের মতামত প্রকাশ করেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অতনু পাল (Atanu Paul, Indian Photographer)

অতনু পাল আজ কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার 'আইকনিক'-এর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে জানান, "মনে রাখতে হবে টাকা বা অন্য কিছুর বিনিময়ে পুরস্কার দেওয়া হলে একদিকে যেমন মেধাকে অস্বীকার করা হয়, তেমনই শিল্প বা শিল্পসত্তাকেও কালিমালিপ্ত করা হয়।"
অতনু পাল আজ ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছেন, "...এখন তো চারদিকে আবার 'ফটো আর্টিস্ট'-এর ছড়াছড়ি, ভয়টা এখানেই। তবে আমি আশা করব 'আইকনিক' আহূত এই ফটোগ্রাফি প্রতিযোগিতা সব বিতর্কের উর্ধে থাকবে।"

বলে রাখা ভালো, আগামী ৩০ এপ্রিল ও ১ মে 'গ্যালারি গোল্ড'-এ আয়োজিত হতে চলেছে 'আইকনিক'-এর প্রথম 'ফটোগ্রাফি এক্জিবিশন'।

আজকের সাংবাদিক সম্মেলনে অতনু পাল ছাড়াও উপস্থিত ছিলেন 'আইকনিক'-এর প্রতিনিধি রূপা কর্মকার এবং কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী মধু সরকার, সৌম্যশঙ্কর ঘোষাল ও তৃণা সান্যাল।
                                             ছবি : আইবিজি নিউজ

Comments