আইকনিকের তত্ত্বাবধানে শুরু হল প্রথম বর্ষের আলোকচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৩০ এপ্রিল '২৫):- কলকাতার অন্যতম অনুষ্ঠান পরিকল্পনাকারী সংস্থা 'আইকনিক' (ICONIC Event Planner)-এর হাত ধরে কলকাতা-র 'গ্যালারি গোল্ড' প্রদর্শনী কক্ষে শুরু হল ২ দিনের আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা (Photography Exhibition cum Competition)।

'আইকনিক'-এর তরফ থেকে জানানো হয়েছে, "আজ ও আগামীকাল অপরাহ্ণ ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী বিনাব্যায়ে ঘুরে দেখতে পারবেন আগ্রহী দর্শনার্থীরা।"

'আইকনিক' পরিচালিত প্রথম বর্ষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মোট দেড় শতাধিক আলোকচিত্র জমা পড়েছিল, তার মধ্যে পিপল অ্যাণ্ড স্ট্রিট, ওয়াইল্ড লাইফ, পোর্টেট এবং ল্যাণ্ডস্কেপ বিভাগে ৪০ জন আলোকচিত্রীর মোট ১০৭ টা মৌলিক আলোকচিত্র নিয়ে চলছে এই প্রদর্শনী।

 

Comments