পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল সিজেসি-র অষ্টম আলোকচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২০ এপ্রিল '২৫):- বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মাধ্যমে আজ শেষ হল 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব' (Calcutta Journalist Club)-এর অষ্টম আলোকচিত্র প্রদর্শনী ২০২৫' (8th Photography Exhibition 2025)।
গত ১৮ এপ্রিল থেকে কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' সংক্ষেপে আইসিসিআর-এর যামিনী রায় ও নন্দলাল আর্ট গ্যালারিতে চলছিল এই আলোকচিত্র প্রদর্শনী।


আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , "আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমবেশি ১২০০-র মতো আলোকচিত্র এসেছিল, তার মধ্যে থেকে মনোক্রোম, নেচার অ্যাণ্ড ল্যাণ্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ ও পিপল অ্যাণ্ড স্ট্রিট-এর মতো চারটে বিভাগে ৪১৮ টা বাছাই করা আলোকচিত্র নিয়ে চলছিল এই প্রদর্শনী।


৪১৮ টা আলোকচিত্রর মধ্যে থেকে ১ জনকে দেওয়া হল 'সেরার সেরা' পুরস্কার, এছাড়াও দর্শকদের বিচারে ১ জনকে পুরস্কার প্রদানের পাশাপাশি চারটে বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পেলেন নগদ পুরস্কার, শংসাপত্র ও স্মারক। চতুর্থ থেকে দশম স্থানাধিকারীরা পেয়েছেন মেডেল, শংসাপত্র ও স্মারক এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল আলোকচিত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে দেওয়া হয়েছে শংসাপত্র ও স্মারক।

Comments