হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১২ এপ্রিল '২৫):- বাংলা নাট্যপ্রেমীদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়-এর হাত ধরে আগামীকাল মঞ্চস্থ হতে চলেছে প্রথিতযশা কাহিনীকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ও স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক অজয় কর পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'সপ্তপদী'-র নাট্যরূপ।আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ অনুষ্ঠিত হবে নাটক 'সপ্তপদী'।
১৯৬১ সালে মুক্তি প্রাপ্ত সাড়া জাগানো প্রেমের ছবি 'সপ্তপদী'-তে নায়ক কৃষ্ণেন্দু-র চরিত্রে উত্তম কুমার এবং রীণা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন।
আগামীকাল অনুষ্ঠিত হতে চলা নাটক 'সপ্তপদী'-তে রীণা ব্রাউনের নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই সময়ের টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পায়েল সরকার-কে অপরদিকে কৃষ্ণেন্দু-র চরিত্রে অভিনয় করবেন দীপ ভট্টাচার্য।
Comments
Post a Comment