৩০ হাজারেরও কমে পাওয়া যাচ্ছে ব্লু স্টার লিমিটেডের এয়ার কণ্ডিশনার


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১১ এপ্রিল '২৫):- প্রখর গ্রীষ্মকালীন তাপ থেকে দেশবাসীকে পরিত্রাণ দেওয়ার উদ্দেশ্যে 'ব্লু স্টার লিমিটেড' (Blue Star Limited) থ্রী স্টার, ফাইভ স্টার শৃঙ্খলার অধীনে ০.৮ টন থেকে ৪ টন ক্ষমতা বিশিষ্ট অনেকগুলো এয়ার কণ্ডিশনার (Air Conditioners) মডেল নতুনভাবে বাজারে আনল।

'ব্লু স্টার লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক বি ত্যাগরাজন (B Thiagrajan, Managing Director, Blue Star Limited) এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজ কলকাতায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই গ্রীষ্মকালে জনগণকে প্রখর তাপের হাত থেকে বাঁচত ফ্ল্যাগশিপ প্রিমিয়াম রেঞ্জের অধীনে ইনভার্টার, ফিক্সড স্পিড, উইণ্ডো এসি সহ অনেকগুলো নতুন মডেলের এসি বাজারে এনেছে 'ব্লু স্টার লিমিটেড'।
এই মুহূর্তে 'ব্লু স্টার লিমিটেড'-এর ১৫০ টা পৃথক মডেলের এয়ার কণ্ডিশনার মেশিন বাজারে পাওয়া যাচ্ছে। নিম্ন আয় বিশিষ্ট নাগরিকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমাদের নতুন এসিগুলোর দাম শুরু হয়েছে ২৮,৯৯০ টাকা থেকে।"

Comments