হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৪ এপ্রিল '২৫):- বন্ধ্যাত্ব সম্পর্কিত যাবতীয় আধুনিক চিকিৎসার উপর আলোকপাত করতে 'ইণ্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিসটেড রিপ্রোডাকশন' (Indian Society for Assisted Reproduction) সংক্ষেপে 'আই এস এ আর' (ISAR)-এর পশ্চিমবঙ্গ শাখা (West Bengal Chapter)-র পরিচালনায় আগামী ১১ এপ্রিল থেকে কোলকাতায় শুরু হতে চলেছে তিনদিনের 'ইস্ট ইণ্ডিয়া ফার্টিলিটি কনক্লেভ ২০২৫' (East India Fertility Conclave 2025)।অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করতে গিয়ে 'আই এস এ আর'-এর পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ চিকিৎসক সুদীপ বসু (Sudip Basu, Chairperson ISAR, West Bengal Chapter) জানিয়েছেন, "আগামী ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত 'সিটি সেন্টার টু'-তে আয়োজিত হতে চলেছে 'ইস্ট ইণ্ডিয়া ফার্টিলিটি কনক্লেভ ২০২৫'। আলোচনা চক্রে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ শো চিকিৎসক অংশগ্রহণ করবেন।
তিন দিনের এই আলোচনা চক্রে বন্ধ্যাত্বের উপর বিস্তারিত আলোচনার পাশাপাশি অ্যাডভান্সড পেলভিক আল্ট্রাসাউণ্ড, ফার্টিলিটি স্ক্যানস, থ্রি ডি টুলস, ওভারিয়ান প্যাথোলজি নিয়েও চর্চা হবে।"
জনসংখ্যার বিচারে ভারত এখন বিশ্বের অন্যতম প্রমুখ দেশ হয়ে উঠলেও এই মুহূর্তে ভারতের ২ কোটি ৭৫ লক্ষ বিবাহিত মহিলা বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছেন। এর পাশাপাশি সন্তান উৎপাদনের জাতীয় হারের কাছে পশ্চিমবঙ্গের সন্তান উৎপাদন হার নেহাতই নগন্য। এই রকম এক ঘোরতর অবস্থার মধ্যে কলকাতায় হতে চলেছে 'ইস্ট ইণ্ডিয়া ফার্টিলিটি কনক্লেভ ২০২৫'।
Comments
Post a Comment