মান্দারমণির সমুদ্রবেলায় আয়োজিত হতে চলেছে মহিলাদের বিশেষ সৌন্দর্য্য প্রতিযোগিতার আসর


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৮ মার্চ '২৫):- 'ট্যাপশন মিডিয়া প্রোডাকশনস হাউস'-এর পরিচালনায় আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষাংশ ও তৃতীয় সপ্তাহের প্রথমাংশ নিয়ে পূর্ব মেদিনীপুরের মান্দারমণি সমুদ্রবেলায় আয়োজিত হতে চলেছে 'মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন অব ইণ্ডিয়া' (Ms. & Mrs. Wave Queen of India) নামাঙ্কিত মহিলাদের এক বিশেষ সৌন্দর্য্য প্রতিযোগিতা (Female Beauty Contest)-র আসর।

গতকাল সন্ধ্যায় টালিগঞ্জে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রূপে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'ট্যাপশন মিডিয়া প্রোডাকশনস হাউস'-এর প্রযোজক নিতু শাহ (Nitu Shah, Producer, Taption Media Productions House) জানিয়েছেন, "নানান চমকে পরিপূর্ণ চারদিনের এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিনীরা তাঁদের একজন প্রিয়পাত্র বা অভিভাবক বা অভিভাবিকাকে নিয়ে প্রতিযোগিতা স্থলে থাকতে পারবেন। মিস, মিসেস, ক্লাসিক ও প্লাস সাইজ বিভাগের প্রথম তিন স্থানাধিকারী প্রতিযোগিতার শেষে শংসাপত্র ছাড়াও হাতে পাবেন নয়নাভিরাম পুরস্কার এবং বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সাথে কাজের সুযোগ, এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগিনীরা শংসাপত্র ছাড়াও পাবেন নানান পারিতোষিক।"

নিতু শাহ আরো জানিয়েছেন, "সব কিছু ঠিকঠাক চললে সৌন্দর্য্য প্রতিযোগিতার বিভিন্ন মূহুর্তগুলো পরবর্তী সময়ে এক বিশেষ টেলিভিশন চ্যানেলেও দেখানো হবে।"

Comments