হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৭ মার্চ '২৫):- দোল পূর্ণিমা বা হোলি-র প্রাক্কালে আগামী ১২ মার্চ সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মানিকতলার 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে 'রং মহোৎসব' নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক' ।
আজ 'আইকনিক' কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার তরফ থেকে রূপা মালাকার জানিয়েছেন, 'রং মহোৎসব' অনুষ্ঠানের পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কলকাতার 'গ্যালারি গোল্ড'-এ 'আইকনিক'-এর ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে চলেছে সংস্থার প্রথম 'ফটোগ্রাফি এক্জিবিশন'।
সাংবাদিক সম্মেলনে অতিথি রূপে উপস্থিত ছিলেন গার্গী গুপ্ত ও নিতু শা।
Comments
Post a Comment