হীরক মুখোপাধ্যায়
বারাসাত (৩০ মার্চ '২৫):- 'রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন' (Rotary Club of Madhyamgram Metropolitan)-এর সার্বিক সহায়তায় হৃদয়পুর স্টেশন সংলগ্ন মৈত্রী সংঘের অনুষ্ঠান মঞ্চে আজ বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির (Free Eye Checkup Camp) সম্পন্ন করল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation) সংক্ষেপে 'ডাব্লু বি ও এফ' (WBOF)।বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুক্লা ঘোষ (Shukla Ghosh, Councillor, Word No. 31, Barasat Municipality) জানিয়েছেন, "অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের জনগণের সহায়তার স্বার্থে 'ডাব্লু বি ও এফ'-এর মতো যত সংস্থা এগিয়ে আসে ততই মঙ্গল।'
"অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের চোখের 'মোতিয়াবিন্দ' বা 'ছানি' অপসারণের জন্য আয়োজিত আজকের চক্ষু পরীক্ষা শিবিরে সর্বমোট ৬৭ জন চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন, যাঁদের মধ্যে ২৭ জনকে নিখরচায় চশমা প্রদান ও ১৩ জনকে শল্য চিকিৎসার জন্য নির্বাচিত করা হয়েছে," বলে জানিয়েছেন 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সেটলর কালীদাস কর্মকার (Kalidas Karmakar, Settler, WBOF)।
চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে সংস্থার
অছি পরিষদের সদস্য তথা কোষাধ্যক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram, Treasurer & Trustee Member, West Bengal Oxygen Foundation) জানিয়েছেন, "এই বছরের ৭ জানুয়ারী কুলটিকারী বি এড কলেজ ক্যাম্পাসের পর আজ হৃদয়পুরে সংস্থার দ্বিতীয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।"
চক্ষু পরীক্ষা শিবিরের শেষে 'রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন'-এর তরফ থেকে জানানো হয়েছে "নির্বাচিত ১৩ জন নরনারীকে ভবিষ্যতে ফ্যাকোইমালসিফিকেশন
(Phacoemulsification) পদ্ধতিতে ছানি সরিয়ে (Cataract Surgery) চোখে 'ইন্ট্রা ওকুলার লেন্স' (Intra Ocular Lens) প্রতিস্থাপন করা হবে।"
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজক সংস্থার পক্ষে সংস্থার অছি পরিষদের অপর সদস্য তথা সংস্থার মহাসচিব সৌম্য দলুই (Soumya Dolui, Trustee & General Secretary, WBOF) বলেছেন, "রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক পক্ষকালের মধ্যেই নির্বাচিত ব্যক্তিদের 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর মাধ্যমে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।"
(Phacoemulsification) পদ্ধতিতে ছানি সরিয়ে (Cataract Surgery) চোখে 'ইন্ট্রা ওকুলার লেন্স' (Intra Ocular Lens) প্রতিস্থাপন করা হবে।"
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজক সংস্থার পক্ষে সংস্থার অছি পরিষদের অপর সদস্য তথা সংস্থার মহাসচিব সৌম্য দলুই (Soumya Dolui, Trustee & General Secretary, WBOF) বলেছেন, "রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক পক্ষকালের মধ্যেই নির্বাচিত ব্যক্তিদের 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর মাধ্যমে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।"
Comments
Post a Comment