পশ্চিমবঙ্গের বাজার ধরতে বাংলা নববর্ষের আগে চালু হল সুতার পঞ্চদশতম বিক্রয় কেন্দ্র


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৯ মার্চ '২৫):- ভারতের পঞ্চদশতম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র রূপে সল্টলেকের এ ই ব্লকের ৩৪৪ নম্বর প্লটে ১,৬০০ বর্গফুট স্থান নিয়ে চালু হল মহিলাদের শাড়ি, ব্লাউজ, কুর্তা ও পুরুষদের নানাবিধ পোশাকের দোকান 'সুতা' (Suta)।

বিক্রয় কেন্দ্রের দুই মালকিন সুজাতা বিশ্বাস ও তানিয়া বিশ্বাস একযোগে জানিয়েছেন, "আমাদের এখানে ব্লাউজের দাম ১,৬০০ টাকা এবং শাড়ির দাম ২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। বিক্রয় কেন্দ্রের ভেতরেই নিজস্ব দর্জি চোখের পলকে ক্রেতার মাপ মতো পোশাক তৈরি করে দেন।" 

Comments