বিংশতি বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে তিনটে শ্রুতিনাটক ও একটা নাটক মঞ্চস্থ করল নাটকওয়ালা কলকাতা


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৫ মার্চ '২৫):- নাট্য সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গত শনিবার কলকাতার নিরঞ্জন সদন-এ শ্রুতিনাটক ও নাটক মঞ্চস্থ করল কলকাতার অন্যতম নাট্য সংস্থা 'নাটকওয়ালা কলকাতা'।

বনানী ঘোষ রচিত তিনটে শ্রুতিনাটক 'ফুলশয্যা', 'নষ্ট চাঁদ' ও 'ভূত ভবিষ্যত'-এর পাশাপাশি রূপাঙ্গন ফাউণ্ডেশন নিবেদিত ও নাট্যকার সব্যসাচী সেনগুপ্ত বিরচিত 'বিধর্মী' নাটক দিয়ে সাজানো ছিল 'নাটকওয়ালা কলকাতা'-র 'বিংশতি বর্ষপূর্তি উৎসব'।

Comments