বি আই এস স্বীকৃত পণ্য ক্রয়ের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করছে ব্যুরো অব ইণ্ডিয়ান স্ট্যাণ্ডার্স


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২০ মার্চ '২৫):- 'বিশ্ব ভোক্তা অধিকার দিবস' (World Consumer Rights Day)-কে উপলক্ষ করে 'কোয়ালিটি কোয়েস্ট কার্নিভ্যাল' নামাঙ্কিত এক এক অনুষ্ঠানের মাধ্যমে বস্তুর গুণগত মান ও নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে নিউটাউনবাসীকে অবগত করল 'ব্যুরো অব ইণ্ডিয়ান স্ট্যাণ্ডার্স' (Bureau of Indian Standards)-এর কলকাতা ১ শাখা কার্যালয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন 'বি আই এস'-এর কলকাতা ১ শাখার অধিকর্তা সব্যসাচী ধর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'এ সি ব্লক রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর অধ্যক্ষ এস রাহা।

অনুষ্ঠানে বিভিন্ন 'বাসিন্দা কল্যাণ সমিতি'-র পক্ষ থেকে দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। 'বি আই এস' স্বীকৃত পণ্য ক্রয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল। 
 

Comments