হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৮ মার্চ '২৫):- সমাজের বুকে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ফল স্বরূপ 'ইণ্ডিয়া বুক অব রেকর্ডস' (India Book of Records)-এ নাম উঠল 'পজিটিভ বার্তা' (Positive Barta)-র। আজ অপরাহ্ণে 'প্রেস ক্লাব কলকাতা'-র সভাগৃহে এক নাতিদীর্ঘ অনুষ্ঠানের মাধ্যমে 'পজিটিভ বার্তা'-র হয়ে 'ইণ্ডিয়া বুক অব রেকর্ডস অ্যাচিভার (India Book of Records Achiever) সম্মাননা গ্রহণ করেন 'পজিটিভ বার্তা'-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাঃ মলয় পীট।
সম্মাননা গ্রহণের পর 'প্রেস ক্লাব কলকাতা'-র প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডাঃ মলয় পীট বলেছেন, "ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যেই স্যাটেলাইট প্লাটফর্মে পা রাখবে 'পজিটিভ বার্তা'।
লক্ষ্য অর্জনের স্বীকৃতি স্বরূপ 'ইণ্ডিয়া বুক অব রেকর্ডস' প্রদত্ত এই সম্মান 'পজিটিভ বার্তা'-কে ভবিষ্যতে আরো বেশি করে ইতিবাচক সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে।"
'ইণ্ডিয়া বুক অব রেকর্ডস'-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'প্রেস ক্লাব কলকাতা'-র সম্পাদক কিংশুক প্রামাণিক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সেবানিবৃত্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডাঃ সুজিত ভট্টাচার্য, শঙ্কর মণ্ডল, আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment