শান্তিনিকেতনে শুরু হল আদিবাসীদের ঐতিহ্যবাহী তিনদিনের বাহা পরব


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৫ মার্চ '২৫):- আদিবাসীদের অন্যতম সেরা উৎসব রূপে এইবছর ফাল্গুন পূর্ণিমা থেকে শান্তিনিকেতনে শুরু হল তিনদিনের 'বাহা পরব'। সাঁওতালি ভাষায় 'বাহা', 'বায়া' বা 'বা' মানে ফুল, তাই এই উৎসবকে ফুলের উৎসব বললেও ভুল হবে না।

সাঁওতালি ক্যালেণ্ডার অনুযায়ী মাঘ মাস বছরের শেষ মাস, সেই দিক থেকে বিচার করলে ফাল্গুন মাস সাঁওতালদের কাছে 'নাওয়া সিরমা' অর্থাৎ বছরের প্রথম মাস। সেই অর্থে 'বাহা পরব' আদিবাসী সম্প্রদায়ের কাছে বর্ষবরণের এক সেরা উৎসব।

উৎসবের প্রাক্কালে শাল বা মহুয়া গাছের তলায় 'ছামডা' বা ঘর বানিয়ে ঘর ও তৎসংলগ্ন এলাকা গোবর দিয়ে ভালো করে লেপে দেওয়া হয়।
ত্রিদবসীয় উৎসবের প্রথমদিন পালন করা হয় 'উম মাহা', দ্বিতীয় দিন পালন করা হয় 'সারদি মাহা', ও তৃতীয় দিন পালন করা হয় 'বাহা সেরেন্দা' রূপে।

পরবের সময় উপবাস ও ধর্মীয় আচারের পাশাপাশি 'নাইকে' বা 'দেউরি'-র নেতৃত্বে পবিত্র 'জহরথান' (বেদী)-এ ফুল উৎসর্গ করা হয়।
ভক্তরা 'মারাং বুরু', 'জাহের আয়ো', 'বোঙ্গা', 'জাহের যুগ' ইত্যাদি দেবতার কাছে পুষ্পাঞ্জলি সহ প্রার্থনা করেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 'বাহা পরব'-এর আগে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এবং বিহার, ঝাড়খণ্ড ও অসমে বসবাসকারী আদিবাসীরা পিপল ও নিম গাছ থেকে পাতা ও ফুল ছেঁড়েন না, এমনকি 'বাহা পরব'-এর আগে মহিলারাও কেশসজ্জার জন্য শাল ফুল ছেঁড়েন না।


গতকাল শান্তিনিকেতন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তা-র যৌথ উদ্যোগে ও স্বাধীন ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যাণ্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন-এর পরিচালনায় 'বাহা পরব'-এর সাক্ষী থাকল রাঢ়বঙ্গ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রথীন কিস্কু জানান, "নতুন শাল ফুল ও শাল পাতা এবং জল দিয়ে আমরা 'বাহা পরব' উদযাপন করি। এই উৎসবের পরেই আমরা প্রকৃতির নতুন ফুল, ফল, পাতা নিজের জীবনে গ্রহণ করি। সাবেক রীতি ও ঐতিহ্য অনুযায়ী এই উৎসবের মাধ্যমে আমরা প্রকৃতির কাছে আমাদের ঋণ স্বীকার করে থাকি।"

অনুষ্ঠানে রথীন কিস্কু ছাড়াও উপস্থিত ছিলেন 'শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল'-এর সভাপতি মলয় পীট, পশ্চিমবঙ্গ প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) অধ্যাপক ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, 'শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল'-এর ডিন ডাঃ অয়ন গোস্বামী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


Comments