হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১২ মার্চ '২৫):- রঙের উৎসব 'দোল' বা 'হোলি'-র প্রাক্কালে কলকাতার অন্যতম জনসংযোগ ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায়-এর উদ্যোগে এবং ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক'-এর পরিচালনায় আজ কলকাতার খান্না বাজার লাগোয়া 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে হয়ে গেল 'রঙ মহোৎসব ২০২৫' নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বিশিষ্ট নেতা সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায়, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আবির খেলা, নাচ, গান, ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল পানীয় ও আহারের এলাহী ব্যবস্থা।
অনুষ্ঠানে আবির খেলা, নাচ, গান, ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল পানীয় ও আহারের এলাহী ব্যবস্থা।
Comments
Post a Comment