বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হল ত্রিদবসীয় ৭৩ তম ইণ্ডিয়ান ফাউণ্ড্রি কংগ্রেস এবং ইন্টারন্যাশনাল ফাউণ্ড্রি এক্জিবিজন
হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৯ ফেব্রুয়ারী '২৫):- 'দ্য ইনস্টিটিউট অব ইণ্ডিয়ান ফাউণ্ড্রি মেন' (The Institute of Indian Foundry Men)-এর পরিচালনায়আজ থেকে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হল ৭৩ তম 'ইণ্ডিয়ান ফাউণ্ড্রি কংগ্রেস' (73rd Indian Foundry Congress) এবং 'ইন্টারন্যাশনাল ফাউণ্ড্রি এক্জিবিজন' (International Foundry Exhibition)।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "আগামী ১১ ফেব্রুয়ারী পর্যন্ত 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ'-এ চলবে ত্রিদবসীয় এই অনুষ্ঠান।'
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন 'ভারত ফোর্জ'-এর অধ্যক্ষ এবং ব্যাবস্থাপক নির্দেশক বাবা নীলকান্ত কল্যাণী (Baba Nilkanth Kalyani, Chairman & Managing Director, Bharat Forge) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
Comments
Post a Comment