প্রথম বর্ষেই অভাবনীয় সাফল্য পেল মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৬ ফেব্রুয়ারী '২৫):- 'স্বিজিৎ প্রোডাকশনস' (Swijit Productions)-এর উদ্যোগে বসন্তের মধুমাখা সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে হয়ে গেল 'মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন' (Ms. Bengal's Valentine) নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান।

'মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন'-এর গ্র্যাণ্ড ফিনালে সম্পর্কে কথা বলতে গিয়ে 'স্বিজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে (Sayantani Koley, Founder & Chief Executive Officer, Swijit Productions) বলেছেন, "বিভিন্ন পর্বে উত্তীর্ণ হওয়ার পর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ১১ জন প্রতিযোগিনী। রাম্প ও প্রশ্নোত্তর পর্বের শেষে বিজয়িনীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।"


অনুষ্ঠানের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে 'স্বিজিত প্রোডাকশনস'-এর সহ প্রতিষ্ঠাতা বিজিত গুপ্ত (Bijit Gupta, Co founder, Swijit Productions) সাংবাদিকদের জানিয়েছেন, "প্রতিযোগিতায় কিশোরী, যুবতী ও মহিলাদের পাশাপাশি পৃথুলা (Plus Size Women) এবং রূপান্তরিত মহিলারাও অংশগ্রহণ করেছিলেন। প্রথম বর্ষেই অভাবনীয় সাফল্য পেয়েছে 'মিজ বেঙ্গল'জ ভ্যালেন্টাইন'।"

আজ প্রতিযোগিতার গ্র্যাণ্ড ফিনালেতে উপস্থিত ছিলেন দুবাইয়ের হীরক ব্যবসায়ী কাইজার খান, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, আইকনিক-এর অন্যতম নির্দেশক স্বাতী সরকার, ফ্যাশন ব্যক্তিত্ব শান্তনু গুহঠাকুরতা ও নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

Comments