তিন রাজ্যে ৯ টা শাখার উদ্বোধন করল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২০ ফেব্রুয়ারী '২৫):- পশ্চিমবঙ্গ সহ অপর দুই রাজ্যে মোট ৯ টা শাখার উদ্বোধন করল 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)।

আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৪৩, উইলিয়াম কেরি সরণী-তে শারীরিকভাবে উপস্থিত হয়ে ব্যাঙ্কের নতুন শাখার দ্বারোদ্ঘাটনের পাশাপাশি ভার্চুয়ালী মহারাষ্ট্রের ২ টো এবং উত্তরপ্রদেশের ৬ টা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাঙ্কের ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পার্থপ্রতিম সেনগুপ্ত (Parthapratim Sengupta, Meaning Director & Chief Executive Officer, Bandhan Bank)।

বর্তমানে দেশের ৩৬টা রাজ্য এবং ৩৫টা কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধন ব্যাঙ্কের শাখা রয়েছে।

Comments