হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৮ ফেব্রুয়ারী '২৫):- ৪৮ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র দশম দিনের সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে অবস্থিত নিজেদের স্টল থেকে ওয়েবসাইট উদ্বোধন (www.sandhyaprokashan.com) করল 'সন্ধ্যা প্রকাশন'।গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়-কে নিয়ে সন্ধ্যা প্রকাশন পরিদর্শন করতে এসে সংস্থার ওয়েবসাইট ও গোটা কয়েক পুস্তকের আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আযুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদার।
ওয়েবসাইট উদ্বোধনের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সন্ধ্যা প্রকাশন-এর কর্ণধার শংকর দত্ত জানিয়েছেন, "আগ্রহী পাঠক এবং তথ্যান্বেষীগণ এবার থেকে ওয়েবসাইটের মাধ্যমে 'সন্ধ্যা প্রকাশন'-এর প্রকাশিত পুস্তকের তালিকা সহ অন্যান্য তথ্য সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারবেন।"
Comments
Post a Comment