হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫):- 'বাণিজ্য মেলা'-র মোড়কে দেশ বিদেশের ২৫০টা চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণ সংস্থার পরিচালনায় আজ থেকে কলকাতার 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ'-এ শুরু হল ত্রিদবসীয় 'মেডিকল' (Medicall) নামাঙ্কিত হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী (Hospital needs Expo.)।আজ সকালে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে 'মেডিকল' নামাঙ্কিত হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী-র শুভারম্ভ করেন 'শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ'-এর অধ্যক্ষ ডাঃ মলয় শিট (Dr. Maloy Sheet, President, Shantiniketan Medical College)।
উদ্বোধনের পর নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে ডাঃ শিট বলেন, "আধুনিক চিকিৎসা জগতের স্বার্থেই এই ধরনের মেলা তথা প্রদর্শনী আরো বেশি করে হওয়া প্রয়োজন।"
প্রদর্শনীর আয়োজক সংগঠনের পক্ষে 'এস আই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক সঞ্জয় মুখার্জি জানিয়েছেন, "ত্রিদবসীয় এই প্রদর্শনীতে দেশ বিদেশের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণ সংস্থার ১ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন।"
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাণ্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন'-এর রাজ্যের যুগ্ম সম্পাদক বীরভূম জেলা সম্পাদক তাহের শেখ জানিয়েছেন, "রাজ্যের ২,৫০০-র বেশি বেসরকারী নার্সিং হোম ও বেসরকারী হাসপাতালের কর্তৃপক্ষ ছাড়াও সমগ্র দেশের অনেক চিকিৎসক এই প্রদর্শনী পরিদর্শন করার জন্য কলকাতায় আসছেন।"
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যাণ্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন'-এর রাজ্যের যুগ্ম সম্পাদক বীরভূম জেলা সম্পাদক তাহের শেখ জানিয়েছেন, "রাজ্যের ২,৫০০-র বেশি বেসরকারী নার্সিং হোম ও বেসরকারী হাসপাতালের কর্তৃপক্ষ ছাড়াও সমগ্র দেশের অনেক চিকিৎসক এই প্রদর্শনী পরিদর্শন করার জন্য কলকাতায় আসছেন।"
Comments
Post a Comment