সুন্দরী ঘাট থেকে সুষনি দ্বীপ পর্যন্ত নৌ অভিযান করতে চলেছে সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (৭ ফেব্রুয়ারী '২৫):- ২৭ ফুটের মোটরবিহীন হোয়েলার নৌকা (27' Non motorized open Whaler Boat) নিয়ে কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার সুষনি দ্বীপ পর্যন্ত এক বিশেষ নৌ অভিযান চালাতে চলেছে ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কলকাতার 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট' (Sea Explorers' Institute, Kolkata)।


'২৮ তম রোয়িং অ্যাণ্ড সেলিং এক্সপিডিশন' (28th Rowing & Sailing Expedition) সম্পর্কে তথ্য পরিবেশন করতে গিয়ে সংস্থার মহাসচিব ডঃ সুদেষ্ণা চ্যাটার্জি (Dr. Sudeshna Chatterjee, Secretary General, Sea Explorers' Institute, Kolkata) জানিয়েছেন, "আগামী সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ মিনিটে ছয় জন দাঁড়চালক (Rower) সংস্থার সুন্দরী ঘাট থেকে ২৭ ফুটের হোয়েলার নৌকা নিয়ে নদীপথে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত সুষনি দ্বীপের উদ্দেশ্যে নৌ অভিযান শুরু করবেন।"


Comments