চেন্নাই অ্যাপোলোর কলকাতা শাখার সৌজন্যে এলাকাবাসীকে নিঃশুল্কে স্বাস্থ্য পরীক্ষা উপহার দিল নস্করপাড়া সরস্বতী পুজো কমিটি
কলকাতা (৬ ফেব্রুয়ারী '২৫):- একদিকে 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর জনৈকা কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনা এবং অন্যদিকে দক্ষিণ কলকাতার এক মহাবিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোন এক রাজনৈতিক ব্যক্তির ধর্ষণের হুমকি দানের ঘটনায় যখন সমগ্র দেশে পশ্চিমবঙ্গের মুখ পুড়েছে, ঠিক তখন গত ৩ ফেব্রুয়ারী; জ্ঞান-বিদ্যা ও কলার দেবী মাতা সরস্বতী-র আরাধনার তিথিতে 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর কলকাতা শাখার সহযোগিতায় এলাকার জনগণকে নিঃশুল্কে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উপহার দিয়ে প্রকৃতপক্ষে জ্ঞান ও বিদ্যার দেবীর পাদপদ্মে সেরা পুষ্পাঞ্জলি অর্পণ করল দক্ষিণ কলকাতার বোয়ালিয়া নস্করপাড়া-র 'আমরা সবাই' ক্লাবের পুজো আয়োজকবৃন্দ।
চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মত মহান কর্মকাণ্ডকে উৎসাহ দিতে মাতৃমণ্ডপ এবং মাতৃমূর্তি পরিদর্শনে যান 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর কলকাতার উপ মহাপ্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র, 'কলকাতা পুলিস'-এর সেবানিবৃত্ত সহ নগরপাল ভক্তি নস্কর, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী অজিতকুমার চৌবে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
'আমরা সবাই' ক্লাবের পক্ষ থেকে সভাপতি কিংশুক নস্কর বলেছেন, "সরস্বতী পুজোকে কেন্দ্র করে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজের নরনারীদের কম্বল বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।"
চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মত মহান কর্মকাণ্ডকে উৎসাহ দিতে মাতৃমণ্ডপ এবং মাতৃমূর্তি পরিদর্শনে যান 'অ্যাপোলো হসপিটাল চেন্নাই'-এর কলকাতার উপ মহাপ্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র, 'কলকাতা পুলিস'-এর সেবানিবৃত্ত সহ নগরপাল ভক্তি নস্কর, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী অজিতকুমার চৌবে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
'আমরা সবাই' ক্লাবের পক্ষ থেকে সভাপতি কিংশুক নস্কর বলেছেন, "সরস্বতী পুজোকে কেন্দ্র করে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজের নরনারীদের কম্বল বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।"
Comments
Post a Comment