হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৬ ফেব্রুয়ারী '২৫):- ৪৮ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র দশম দিনের অপরাহ্নে 'কুলিশ প্রকাশনী' প্রকাশ করল বাঁকুড়ার দুর্লভপুরের বেনাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সেবানিবৃত্ত প্রধানশিক্ষক ফণিভূষণ কর-এর লেখা একশো পাতার নাটক ও কবিতার বই 'বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ফিরুক ঘরে ঘরে'। স্বাস্থ্য সচেতনতা ধর্মী এই বইয়ের আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা নামজাদা আলোকচিত্রী অনুপম হালদার।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে লেখক জানিয়েছেন, "পশ্চিমবঙ্গ সরকার চাইলে রাজ্যের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে 'আনন্দ পরিসর'-এর মাধ্যমে বইয়ের বিষয়গুলো ছাত্রছাত্রীদের পড়ানো বা শেখানো যেতে পারে।"
Comments
Post a Comment