হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৮ ফেব্রুয়ারী '২৫):- মিউজিক ভিডিও রূপে 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেল দু'দুটো বাংলা আধুনিক গান, যথাক্রমে 'তোর নামে নীল খামে', এবং 'চল পালাই'।
দুবাইয়ের হীরক ব্যবসায়ী কাইজার খান-এর প্রযোজনায়, গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দেব দত্ত এবং রাজ বর্মন।
মিউজিক ভিডিও দুটোয় গানের সাথে অভিনয় করতে দেখা যাবে কাইজার খান এবং অভিনেত্রী দেবলীনা দত্ত ও সুনন্দা-কে।
দুবাইয়ের হীরক ব্যবসায়ী কাইজার খান-এর প্রযোজনায়, গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দেব দত্ত এবং রাজ বর্মন।
মিউজিক ভিডিও দুটোয় গানের সাথে অভিনয় করতে দেখা যাবে কাইজার খান এবং অভিনেত্রী দেবলীনা দত্ত ও সুনন্দা-কে।
Comments
Post a Comment