হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৫ ফেব্রুয়ারী '২৫):- 'সঙ্গীত চিকিৎসা' (Music Therapy) নামের মোড়কে গতকাল ক্যানসার পীড়িত ব্যক্তিদের সঙ্গীত ও কবিতা শুনিয়ে 'বিশ্ব ক্যানসার দিবস ২০২৫' (World Caner Day 2025) পালন করল কলকাতার 'ডিসান হসপিটাল' (Desun Hospital, Kolkata)।সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে জারি করা এক লিখিত বিবৃতিতে হাসপাতালের অধ্যক্ষ এবং ব্যাবস্থাপক নির্দেশক সজল দত্ত (Sajal Dutta, Chairman & Managing Director, Desun Hospital, Kolkata) জানিয়েছেন, "ক্যানসার রোগীদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধি লক্ষ্যেই 'বিশ্ব ক্যানসার দিবস ২০২৫' উপলক্ষ্যে হাসপাতাল পরিসরে মিউজিক থেরাপির ব্যবস্থা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।"
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, "ক্যানসার বিভাগের চিকিৎসক ও পরিষেবিকাদের উপস্থিতিতে জনৈকা স্বপ্না পাল-এর নেতৃত্বে 'ভোরের পাখি' নামক এক সাংস্কৃতিক গোষ্ঠী রোগীদের গান ও কবিতা শুনিয়েছেন।"
জেনে রাখা ভালো, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার রোগ প্রতিরোধের উদ্দেশ্যে 'ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কনট্রোল' (Union for International Cancer Control) সংক্ষেপে 'ইউ আই সি সি' (UICC)-র নেতৃত্বে সমগ্র বিশ্বে প্রতিবছর ৪ ফেব্রুয়ারী 'বিশ্ব ক্যানসার দিবস' পালন করা হয়।
জেনে রাখা ভালো, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার রোগ প্রতিরোধের উদ্দেশ্যে 'ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কনট্রোল' (Union for International Cancer Control) সংক্ষেপে 'ইউ আই সি সি' (UICC)-র নেতৃত্বে সমগ্র বিশ্বে প্রতিবছর ৪ ফেব্রুয়ারী 'বিশ্ব ক্যানসার দিবস' পালন করা হয়।
Comments
Post a Comment