এম রাজশেখর
নয়াদিল্লি (৪ ফেব্রুয়ারী '২৫):- কর্মস্থলে পদোন্নতি ঘটল প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রণব সুরমা (Para Athlete Pranav Soorma)-র। তথ্য অনুযায়ী 'ব্যাঙ্ক অব বরোদা' (Bank of Baroda) প্রণব সুরমা-কে প্রবন্ধক (Manager) পদে অভিষিক্ত করতে চলেছে।গত ৪ সেপ্টেম্বর প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য প্যারিসে আয়োজিত প্যারালিম্পিক (Paralympic Games Paris 2024)-এর 'মেন্স ক্লাব থ্রো এফ ফিফটিওয়ান' (Men's Club Through F51) প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক (Silver Medal) পাওয়ার জন্য ইতিমধ্যে ভারত সরকার ৩১ বর্ষীয় প্রণব সুরমা-কে এই বছরের ১৭ জানুয়ারী অর্জুন পুরস্কার (Arjun Award 2024) প্রদান করেছে।
'ব্যাঙ্ক অব বরোদা'-র ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী দেবদত্ত চাঁদ (Debdutta Chand, MD & CEO, Bank of Baroda) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "পদোন্নতির সাথে প্রণব সুরমা-কে দশ লাখ টাকার চেকও দেওয়া হয়েছে।"
Comments
Post a Comment