বসন্ত এসে গেছে

                         
                            হীরক মুখোপাধ্যায় 

কলকাতা (৪ ফেব্রুয়ারী '২৫):- সবে সরস্বতী পুজো শেষ হল, এরই মধ্যে কলকাতার আবহাওয়া ধীরে ধীরে গরম হতে শুরু করেছে। এখন মাঘ মাস, ঋতুবিধান অনুযায়ী এই সময়কে শীতকাল বলা উচিত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কেউ এই সময়কে আর শীতকাল বলতে চাইছে না। মন বলছে বসন্ত এসে গেছে।
গাছে গাছে এখনো কোকিলের দাপাদাপি বা ডাকাডাকি সেভাবে শোনা না গেলেও সকালের শীতল আমেজ কেটে যাওয়ার পরেই গায়ে আর গরম পোশাক রাখা যাচ্ছে না।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শহরের প্রায় প্রত্যেক ঘরেই নানাবিধ রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তন ভাবিয়ে তুলেছে পরিবেশবিদ ও আবহাওয়াবিদদের। আগামী দিনে পশ্চিমবঙ্গে কতটা গরম পড়বে বা গ্রীষ্ম ঋতু কতটা প্রভাব বিস্তার করবে, প্রাকৃতিক অবস্থার বিচার বিশ্লেষণ করে এখন তারই উত্তর খুঁজতে ব্যস্ত আবহাওয়া বিশারদরা।

শীতের মরসুমকে পেছনে রেখে সমাজকে হাতছানি দিতে শুরু করেছে বসন্ত। সরষের ক্ষেতে বেড়ে গেছে মৌমাছিদের আনাগোনা। শহর ছেড়ে গ্রামের মেঠো পথে ঢুকলেই বোঝা যাচ্ছে প্রকৃতিরাণী যেন বসন্ত-কে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে উঠেছে।



Comments