এম রাজশেখর
গুরুগ্রাম (৪ ফেব্রুয়ারী '২৫):- 'মেদান্তা' রাঁচি হাসপাতাল (Medanta Hospital, Ranchi) থেকে ১.২ কিলোমিটার দূরে ১.৩৩ একর জমির উপর ১ লাখ ৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে নির্মিত হবে 'মেদান্তা' গোষ্ঠী-র নতুন হাসপাতাল (New Hospital)।
আজ সংবাদমাধ্যমের সামনে ২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক (FR 3Qr FY 2024-'25)-এর ফলাফল ঘোষণা করার ফাঁকে 'মেদান্তা'-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও নির্দেশক পঙ্কজ সাহানি (Pankaj Sahani, Group CEO & Director, Medanta) জানিয়েছেন, "১১০ শয্যার এই হাসপাতালের জন্য দীর্ঘমেয়াদী লিজ চুক্তি হয়ে গেছে। চুক্তি অনুযায়ী প্রথম ১৫ বছরের পরে আরো দুবার সম সময়ের জন্য এই চুক্তি বৃদ্ধি করা যাবে।
অত্যাধুনিক শল্যাগার (Advanced Operation Theater) বিশিষ্ট এই হাসপাতালে সকল আধুনিক চিকিৎসাও উপলব্ধ হবে।"
আজ আনুষ্ঠানিকভাবে ২০২৪-'২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে গিয়ে শ্রী সাহানি জানিয়েছেন, "৩১ ডিসেম্বর ২০২৪-এর হিসেব অনুযায়ী আগের বছরের এই সময়ের তুলনায় ১২.৩ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়ে 'মেদান্তা গোষ্ঠী' মোট উপার্জন করেছে ৯,৫৯৫ মিলিয়ন টাকা (Total Income Rs. 9,595 million)। এই সময়কালে কর দেওয়ার পর মুনাফা হয়েছে ১,৪২৯ মিলিয়ন টাকা (Net Profit Rs.1,429 million), যা গত বছরের এই সময়ের তুলনায় ১০.৫ শতাংশ বেশি।"
Comments
Post a Comment