শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হতে চলেছে 'এস এম সি মেডএক্সপো ২০২৫'


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (২৫ ফেব্রুয়ারী '২৫):- 'অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যাণ্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন' (All Bengal Private Nursing Homes & Hospitals Owners Association)-এর উদ্যোগে এবং 'ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম'-এর সহযোগিতায় আগামী ১, ২ ও ৩ মার্চ 'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 'এস এম সি মেডএক্সপো ২০২৫' (SMC MedExpo. 2025)।

আজ কোলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে এই সম্মেলনের অন্যতম প্রধান চালিকাশক্তি তথা 'এস আই সার্জি ইঞ্জিনিয়ারিং ইণ্ডিয়া লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক সঞ্জয় মুখার্জি (Sanjoy Mukherjee, Managing Director, SI Surgi Engineering India Limited) বলেছেন, "উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ তথা বেসরকারী সেবাসদন ও হাসপাতালের কাছে স্বল্পমূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী তথা ওষুধ প্রদর্শন ও তাঁদেরকে এইসব সামগ্রী ক্রয় করে লাভ বাড়াতে উৎসাহিত করার লক্ষ্যেই 'শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল' প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে তিনদিনের 'এস এম সি মেডএক্সপো ২০২৫'।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায় (Dr. Susanta Bandyopadhyay, Former Director of Health Education, Department of Health & Family Welfare, Government of West Bengal) জানিয়েছেন, "এস এম সি মেডএক্সপো ২০২৫'-এ অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে কোন কোন যন্ত্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবাকে আরো উন্নততর করা যায় সে বিষয়ে যন্ত্রপাতি প্রদর্শনী ও তাদের কর্মক্ষমতা ও পরিচালন পদ্ধতি প্রদর্শন সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য আলোচনাও হবে।"


'এস এম সি মেডএক্সপো ২০২৫'-এর বিষয়ে তথ্য পরিবেশন করতে গিয়ে আয়োজক সংস্থার প্রদেশ সহ কোষাধ্যক্ষ মহম্মদ আব্বাস উদ্দিন (Md. Abbas Uddin, Assistant Treasurer, ABPNHHOA, West Bengal) বলেছেন, "সব কিছু ঠিকঠাক থাকলে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী প্রদর্শন ও আলোচনা সভা 'এস এম সি মেডএক্সপো ২০২৫'-য় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ সহস্রাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞদের পাশাপাশি দেড় শতাধিক স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ এক শতাধিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন।"

Comments