হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২৩ ফেব্রুয়ারী '২৫):- 'নভেস্তা গ্রুপ' নিবেদিত দ্বিতীয় 'রেডওয়াইন ওটিটি সম্মান' প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে লাজবন্তী রায়-এর সাথে জুটি বেঁধে 'বেস্ট সাপোর্টিং রোল (পুরুষ)'- এর জন্য অম্লান মজুমদার এবং 'বেস্ট সিঙ্গার অব দ্য ইয়ার (পুরুষ)'-এর জন্য মিতাস ভট্টাচার্য-র হাতে স্মারক, শংসাপত্র ও গাছের চারা তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।বলে রাখা ভালো, এই প্রথম ডিজিটাল ও সামাজিক মাধ্যমের জন্য পুরস্কার প্রদান করল 'রেডওয়াইন'।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গের সাথে উপস্থিত ছিলেন বোসন বুটিকের প্রতিনিধি পাঞ্চালি মুন্সী।
ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment