বিজনেস লিডার অব দ্য ডিকেড সম্মানে ভূষিত হলেন সজ্জন জিন্দাল


এম রাজশেখর 

দিল্লী (২২ ফেব্রুয়ারী '২৫):- 'দশকের সেরা ব্যবসায়ী নেতা' (Business Leader of the Decade)-র শিরোপা পেলেন 'জেএসডাব্লু গ্রুপ'-এর অধ্যক্ষ সজ্জন জিন্দাল (Sajjan Jindal, Chairman, JSW Group)।

গতকাল দিল্লীর এক হোটেলে ভারত সরকারের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাণিজ্য এবং শিল্প মন্ত্রক এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদ-এর উপস্থিতিতে 'অল ইণ্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'এআইএমএ' (AIMA)-র সভা থেকে '১৫ তম ম্যানেজিং ইণ্ডিয়া অ্যাওয়ার্ড' (15th Managing India Award) রূপে সজ্জন জিন্দাল-কে এই পুরস্কার প্রদান করা হয়।


Comments