হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২১ ফেব্রুয়ারী '২৫):- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly, Former Indian Cricketer)-কে ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার ও পরামর্শদাতা নিয়োগ করল গুজরাত ভিত্তিক রাসায়নিক কারখানা 'ভুরা বাউ কেমি এলএলপি' (Vura Bau Chemie LLP)।আজ সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে কলকাতার এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে করে সংস্থার পরিচালক অমিত চৌধুরী (Amit Chaudhary, Director, Vura Bau Chemie LLP) জানিয়েছেন, "দাদাকে সংস্থার ব্র্যাণ্ড অ্যাম্বাসাডার ও পরামর্শদাতা রূপে পেয়ে আমরা গর্বিত।"
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মীনেশ চৌধুরী (Minesh Chaudhary, Chief Executive Officer, Vura Bau Chemie LLP) বলেছেন, "দাদাকে সামনে রেখে আগামী দিনে দেশে সংস্থার আরো তিনটে উৎপাদন কেন্দ্রর পাশাপাশি আরো দশটা মজুত কেন্দ্র গড়ে তোলা হবে।"
বলে রাখা ভালো, 'ভুরা বাউ কেমি এলএলপি' বিভিন্ন ধরণের আঠা, সিল্যান্টস, জলনিরোধক, মেরামত ও রক্ষণাবক্ষেণ সামগ্রী সহ ইমারতী সামগ্রী প্রস্তুত কারী সংস্থা রূপেই চিহ্নিত।
বলে রাখা ভালো, 'ভুরা বাউ কেমি এলএলপি' বিভিন্ন ধরণের আঠা, সিল্যান্টস, জলনিরোধক, মেরামত ও রক্ষণাবক্ষেণ সামগ্রী সহ ইমারতী সামগ্রী প্রস্তুত কারী সংস্থা রূপেই চিহ্নিত।
Comments
Post a Comment