হীরক মুখোপাধ্যায়
কলকাতা (২০ ফেব্রুয়ারী '২৫):- 'ইণ্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ', 'সাহিত্য অকাদেমি', 'শ্রী অরবিন্দ ভবন কলকাতা', এবং 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' সংক্ষেপে 'আইসিসিআর'-এর যৌথ সহযোগিতায় এবং 'ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যাণ্ড কালচারাল স্টাডিজ ইণ্ডিয়া' (Institute of Social & Cultural Studies India) সংক্ষেপে 'আইএসসিএস' (ISCS)-এর পরিচালনায় আয়োজিত 'পূর্বোদয় লিট ফেস্ট ২০২৫' (PURVODAYA LIT. FEST. 2025)-এর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Mr. C V Anand Bose, Governor, Government of West Bengal)।আজ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে 'আইএসসিএস'-এর নির্দেশক অরিন্দম মুখার্জি (Arindam Mukherjee, Director, ISCS) সাংবাদিকদের জানিয়েছেন, "আগামী ২৭ ফেব্রুয়ারী 'আইসিসিআর কলকাতা'-য় আয়োজিত ত্রিদবসীয় 'পূর্বোদয় লিট ফেস্ট ২০২৫'-এর শুভারম্ভ করবেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।"
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "উৎসবে বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা হবে, যা অংশগ্রহণকারীদের তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সৃজনশীল দিগন্ত প্রসারিত করার জন্য একটি স্থান প্রদান করবে। এছাড়াও, বিশেষজ্ঞদের নেতৃত্বে অনুপ্রেরণামূলক মাস্টার ক্লাসগুলি লিখতে এবং গল্প বলার শিল্পের মূল্যবান পরামর্শ প্রদানে সহায়ক হবে।”
ত্রিদবসীয় এই উৎসবে আগ্রহী দর্শক ও শ্রোতাগণ বাংলা কবিতার মাধুর্য, আসামের লোককথার মনোমুগ্ধকরতা, ওড়িশার মহাকাব্যিক কাহিনি, বিহার ও ঝাড়খণ্ডের মনোমুগ্ধকর পুরাণকথা এবং পূর্ব উত্তর প্রদেশের আদিবাসী মৌখিক ইতিহাসের রসাস্বাদন করতে পারবেন।
Comments
Post a Comment