১৪ মার্চ মুক্তি পাচ্ছে ঋত্বিক ঘটকের উপর নির্মিত বাংলা কাহিনীচিত্র অলক্ষ্যে ঋত্বিক


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫):- ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মহীরূহ প্রয়াত ঋত্বিককুমার ঘটক (Ritwik Ghatak, Film Director & Screenwriter, India)-এর জীবনের অজানা কর্মকাণ্ডের আলেখ্য রূপে আগামী ১৪ মার্চ মুক্তি পেতে চলেছে মিলন ভৌমিক, কল্যাণ সিনহা রায়, তন্বিশা ধর নিবেদিত, 'ড্রিম মেকার্স ২০১১' প্রযোজিত ও শুভঙ্কর ভৌমিক নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'অলক্ষ্যে ঋত্বিক' (Bengali Feature Film Alakshya Ritwik)।

এই কাহিনীচিত্রে ঋত্বিক ঘটকের চরিত্রে গীতিকার, গায়ক তথা অভিনেতা শিলাজিৎ মজুমদার, ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার, বাসু ভট্টাচার্যের ভূমিকায় রাজ ভৌমিক এবং অনিল চ্যাটার্জির চরিত্রে বাংলা চলচ্চিত্র জগতের আটের দশকের নামকরা অভিনেতা কৃষ্ণেন্দু চ্যাটার্জি সহ 'টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রী'-র একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে।


আজ প্রেস ক্লাব কোলকাতায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলন ভৌমিক জানিয়েছেন, "'পদ্মশ্রী' এবং সেরা কাহিনীর জন্য 'ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড' প্রাপ্ত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ (জন্ম ৪ নভেম্বর ১৯২৫)-কে স্মরণে রেখে নির্মিত হয়েছে 'অলক্ষ্যে ঋত্বিক'।"
                                                   ছবি : মৃত্যুঞ্জয় রায় 

Comments