হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৭ ফেব্রুয়ারী '২৫):- 'অ্যাট্টিকা গোল্ড কোম্পানী' (Attica Gold Company)-র সৌজন্যে এবার পশ্চিমবঙ্গের দোকানে দোকানে পাওয়া যাবে ২৪ ক্যারেট সোনার রেণু দিয়ে তৈরী 'অ্যাট্টিকা গোল্ড পান মশালা' (Attica Gold Pan Masala)।বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক আরবাজ খান (Arbaaz Khan, Indian Actor & Film Producer)-এর উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের বাজারে 'অ্যাট্টিকা গোল্ড পান মশালা'-র পদার্পণ ঘটল।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অ্যাট্টিকা গোল্ড কোম্পানী'-র প্রতিষ্ঠাতা ডঃ বোম্মনহল্লি বাবু (Dr. Bommanahalli Babu, Founder, Attica Gold Company) জানিয়েছেন, "জনসাধারণের স্বাস্থ্যর কথা মাথায় রেখে 'অ্যাট্টিকা গোল্ড পান মশালা'-য় রয়েছে ২৪ ক্যারেট সোনার গুঁড়ো। বিশুদ্ধ সোনার গুঁড়ো মেশানো এই পান মশালা মাত্র ৫ টাকাতেই পাওয়া যাবে।"
বিজ্ঞাপন ও বিক্রয়ের সুবিধার্থে আজ রাজ্যের ৪০ জন সুপার স্টকিস্টের হাতে 'অ্যাট্টিকা গোল্ড পান মশালা' লেখা ট্যাক্সি তুলে দেওয়া হয়।
Comments
Post a Comment