হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৬ ফেব্রুয়ারী '২৫):- মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, 'ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন'-এর মধ্যমগ্রাম শাখার সহাধ্যক্ষ ডাঃ পঙ্কজ অধিকারী, প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে 'নেফ্রো কেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর ছত্রছায়ায় চলা মধ্যমগ্রামের 'ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল' (Vivacity Multispeciality Hospital, Madhyamgram)-এ আজ থেকে চালু হল স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কর্মসূচি 'মুক্তি' (Mukti)। আজ সকালে হাসপাতালের ছাদে সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে 'নেফ্রো কেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অধ্যাপক ডাঃ প্রতিম সেনগুপ্ত (Dr. Pratim Sengupta, Founder, Managing Director & Chief Executive Officer, Nefro Care India Limited) সাংবাদিকদের জানিয়েছেন, "মুক্তি কর্মসূচির আড়ালে আজ থেকে 'ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল'-এ কিডনি রোগে আক্রান্ত এবং ডায়ালাইসিস করা রোগীদের সুস্থতা নিশ্চিত করার জন্য 'রেনোগার্ড ৩৬০', ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট উদ্বেগ মোকাবেলার জন্য 'ডায়াগার্ড ৩৬০' এবং স্থূলতার ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় সহায়তা করার জন্য 'রিশেপ ৩৬০' নামাঙ্কিত পৃথক তিনটে কর্মসূচি শুরু করা হল।"
Comments
Post a Comment