অভিনেত্রী দেবলীনা দত্তকে এবার গায়িকা রূপে দেখা যাবে


হীরক মুখোপাধ্যায়

কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫):- আগামী বাংলা নববর্ষে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এবার দেবলীনাকে গায়িকা রূপে দেখবে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী।

আজ কোলকাতায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সঙ্গীত পরিচালক সুধীর দত্ত বলেছেন, "আমারই সুর সংযোজনায় আগামী বাংলা নববর্ষের আগেই দেবলীনার কণ্ঠে প্রথম গান রেকর্ড করা হবে।"


সুধীর দত্ত-র পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিচালকের সুর মূর্চ্ছনা সম্পর্কে খুল্লামখুল্লা নিজের ভালোলাগার কথা জানিয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন,"সম্প্রতি 'তোর নামে নীল খামে' নামাঙ্কিত মিউজিক ভিডিওতে সঙ্গীত পরিচালক রূপে অনবদ্য সুর সংযোজনা করেছেন সুধীর দত্ত ।"

বলে রাখা ভালো, গত ৮ ফেব্রুয়ারী মিউজিক ভিডিও রূপে 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দু'দুটো বাংলা আধুনিক গান, যথাক্রমে 'তোর নামে নীল খামে', এবং 'চল পালাই'।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তোর নামে নীল খামে' নামাঙ্কিত গানের গায়িকা রাখী দত্ত দেব বলেছেন, "আশা করছি 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ব্যানারে আমার কণ্ঠে গাওয়া এই গানটাও জনগণের ভালো লাগবে।"

Comments