হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১৩ ফেব্রুয়ারী '২৫):- বিশ্বব্যাপী ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে কলকাতার 'ফিউশন সিএক্স' (FUSION CX) কোম্পানী তার নির্দেশক মণ্ডলীকে নতুন করে সাজানোর পাশাপাশি অন্যান্য পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও বিন্যাস ঘটিয়েছে।'ফিউশন এক্স'-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পঙ্কজ ধানুকা (Pankaj Dhanuka, Managing Director & Chief Executive Officer, FUSION CX) সম্প্রতি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "বিশ্বব্যাপী ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে 'ফিউশন এক্স' সংস্থার নির্দেশক মণ্ডলীতে ডঃ সাগরিকা দত্ত, কাশিপ্রসাদ খাণ্ডেলওয়াল,
মাইকেল লাম ও সঞ্জয় বাঁকড়া-কে অন্তর্ভুক্ত করেছে অপরদিকে ব্র্যাডলে কল-কে সহাধ্যক্ষ ও কার্যনির্বাহী নির্দেশক, কিশোর সারোগী-কে ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যন্বয়ন আধিকারিক এবং রীতেশ চক্রবর্তী-কে চিফ সার্ভিস অফিসার রূপে দায়িত্বভার অর্পণ করেছে।"
Comments
Post a Comment