হীরক মুখোপাধ্যায়
কলকাতা (১০ ফেব্রুয়ারী '২৫):- 'এন ডি আর এফ'-এর দ্বিতীয় ব্যাটালিয়নের কমাণ্ডিং অফিসারের উপস্থিতিতে ৩২০ কিলোমিটার দীর্ঘ নৌ-অভিযান শুরু করল কলকাতার 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'।আজ বেলা ১১.৩০ মিনিটে কলকাতার সুন্দরী ঘাটে উপস্থিত হয়ে নারকেল ফাটিয়ে ও পতাকা নাড়িয়ে 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-এর ২৮তম 'রোয়িং অ্যাণ্ড সেলিং এক্সপিডিশন' (28th Rowing & Sailing Expedition)-এর অভিযান আরম্ভের সঙ্কেত দেন 'জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী'-র দ্বিতীয় ব্যাটালিয়নের কমাণ্ডিং অফিসির গুরমিন্দর সিং (Gurminder Singh, Comanding Officer, 2nd Battalion, NDRF)।
'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-এর মহাসচিব ডঃ সুদেষ্ণা চ্যাটার্জি (Dr. Sudeshna Chatterjee, Secretary General, Sea Explorer's Institute) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "নদীপথে ৩২০ কিলোমিটার দীর্ঘ এই নৌ-অভিযান শেষ হতে ১০-১২ দিন সময় লাগবে।"
'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-এর মহাসচিব ডঃ সুদেষ্ণা চ্যাটার্জি (Dr. Sudeshna Chatterjee, Secretary General, Sea Explorer's Institute) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "নদীপথে ৩২০ কিলোমিটার দীর্ঘ এই নৌ-অভিযান শেষ হতে ১০-১২ দিন সময় লাগবে।"
'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে," 'বীর চক্র' সম্মান প্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman, VrC, Group Captain, Indian Air Force)-এর শৌর্য্যবীর্য্য কে সম্মান জানাতে 'ভারতীয় জলবাহিনী' (Indian Nevy) 'সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট'-কে ২৭ ফুট লম্বা মোটরবিহীন দাঁড় চালিত এক হোয়েলার নৌকা উপহার স্বরূপ প্রদান করেছিল।
সেই নৌকা নিয়েই আজ কলকাতার সুন্দরী ঘাট থেকে জলপথে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সুষনি দ্বীপ পর্যন্ত রোমাঞ্চকর অভিযানে নেমেছেন তাপস চৌধুরী, অসীম মণ্ডল, পুষ্পেন সামন্ত, মোমিন আলী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, পার্থ মণ্ডল ও যতীনময় মিশ্র-র সাত অকুতোভয় নৌ-অভিযাত্রী।"
সেই নৌকা নিয়েই আজ কলকাতার সুন্দরী ঘাট থেকে জলপথে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সুষনি দ্বীপ পর্যন্ত রোমাঞ্চকর অভিযানে নেমেছেন তাপস চৌধুরী, অসীম মণ্ডল, পুষ্পেন সামন্ত, মোমিন আলী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, পার্থ মণ্ডল ও যতীনময় মিশ্র-র সাত অকুতোভয় নৌ-অভিযাত্রী।"
Comments
Post a Comment