২৩ টা জেলার জেলা দাবা সংস্থাকে ডেস্কটপ কম্পিউটার দিল সারা বাংলা দাবা সংস্থা


হীরক মুখোপাধ্যায়


কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫):- প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-র সাংসদ উন্নয়ন তহবিলের ১৫ লাখ টাকা অনুদান দিয়ে পশ্চিমবঙ্গের ২৩ টা জেলার দাবা সংস্থাকে একটা করে ডেস্কটপ কম্পিউটার, সিপিইউ ও ইউপিএস প্রদান করল 'সারা বাংলা দাবা সংস্থা'।

আজ 'ক্যালকাটা স্পোর্টস জার্ণালিস্টস ক্লাব'-এ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, গ্র্যাণ্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থা-র অধ্যক্ষ দিব্যেন্দু বড়ুয়া সহ একাধিক ব্যক্তির উপস্থিতিতে জেলার দাবা সংস্থাগুলোর হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।

Comments