হীরক মুখোপাধ্যায়
কলকাতা (৬ জানুয়ারী '২৫):- গতকাল কলকাতার 'অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া-র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট' প্রাঙ্গণে সংগঠনের বাৎসরিক ক্রীড়া ও বনভোজন পর্ব (Annual Sports & Picnic) সম্পন্ন করল কলকাতার সাংবাদিক মহলের অপর সংগঠন 'ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব' (Calcutta Journalists Club) সংক্ষেপে 'সিজেসি' (CJC)।ক্লাবের সভাপতি প্রান্তিক সেন জানিয়েছেন, "সমাজের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে অন্যান্য বছরের মতো এই বছরেও ক্লাবের সদস্য-সদস্যা এবং তাঁদের পারিবারিক সদস্যদের মনোরঞ্জনের জন্য সংগঠিত হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন পর্ব।"
ক্লাবের কোষাধ্যক্ষা সাধনা দাস বোস বলেছেন, "দৌড়, চামচ - গুলি, ব্যালেন্স রেস, কিক দ্য বল, হিট দ্য উইকেট প্রভৃতি ১৩ টা প্রতিযোগিতায় একদম ক্ষুদে থেকে পঞ্চাশোর্ধ ১২০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন। অপর পক্ষে বনভোজন পর্বে ভাগ নিয়েছিলেন ২৫০ জন।"
ক্লাবের কোষাধ্যক্ষা সাধনা দাস বোস বলেছেন, "দৌড়, চামচ - গুলি, ব্যালেন্স রেস, কিক দ্য বল, হিট দ্য উইকেট প্রভৃতি ১৩ টা প্রতিযোগিতায় একদম ক্ষুদে থেকে পঞ্চাশোর্ধ ১২০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন। অপর পক্ষে বনভোজন পর্বে ভাগ নিয়েছিলেন ২৫০ জন।"
ছবি :- মৃত্যুঞ্জয় রায়
Comments
Post a Comment